সময় চক্র: আজ বিশেষ এক প্রতিবেদন
এফ এম জিয়াউর হক জিয়া ও মোসাঃ আসমা আক্তার মুন্নী দম্পতি পুত্রসন্তানের জনক-জননী হলেন
আজ এক অত্যন্ত আনন্দের সংবাদে মুখরিত ‘সময় চক্র অনলাইন নিউজ পোর্টাল’ পরিবার। পোর্টালটির সম্মানিত সম্পাদক ও প্রকাশক, জনাব এফ এম জিয়াউর হক জিয়া এবং তাঁর সুযোগ্যা স্ত্রী মোসাঃ আসমা আক্তার মুন্নী দম্পতির ঘর আলো করে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান।
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ (বাংলা তারিখ: ২৩ অগ্রহায়ণ, ১৪৩২) এই শুভক্ষণে আল্লাহর অশেষ রহমতে তাঁদের কোলজুড়ে নতুন অতিথির আগমন ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই সন্তানের আগমনে জিয়া পরিবার এবং ‘সময় চক্র’ নিউজ টিমের সদস্যদের মাঝে বইছে আনন্দের বন্যা। এফ এম জিয়াউর হক জিয়া তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। আমাদের সন্তানের জন্য সকলের দোয়া ও ভালোবাসা চাই।”
মোসাঃ আসমা আক্তার মুন্নীও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই নতুন দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া চেয়েছেন।
‘সময় চক্র অনলাইন নিউজ পোর্টাল’-এর পক্ষ থেকে সকল সহকর্মী ও পাঠকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে তাঁদের অবিরাম সমর্থন ও ভালোবাসার জন্য।
নবজাতক সন্তানের সুন্দর ভবিষ্যৎ এবং সুনাগরিক হিসেবে বেড়ে ওঠার জন্য আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি।
শুভেচ্ছান্তে:
সময় চক্র অনলাইন নিউজ পোর্টাল পরিবার









