নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ জানুয়ারি ) বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত অভিযানে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় জালাল উদ্দিনের মালিকানাধীন মেসার্স মায়ের দোয়া এলপিজি নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ যদি পুনরায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রিসহ এ ধরনের অপরাধে জড়িত হয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। পাশাপাশি জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
শিরোনাম :
বিজ্ঞাপন :
মেসার্স মায়ের দোয়া এলপিজি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
-
নারায়ণগঞ্জ প্রতিনিধি - Update Time : 5 January 2026, 1:50
- 52 Time View
Tag :
জনপ্রিয় পোস্ট









