নারায়ণগঞ্জ শহরে মিশনপাড়ায় নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের কান্ডারী আলহাজ্ব এডভোকেট আবুল কালাম সাহেব আজ শনিবার বাদ আছর সদর অঞ্চলের নির্বাচনী কার্যালায় শুভ উদ্বোধন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, মোঃ হানিফ কবিরের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী,আলহাজ্ব এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম সংগ্রামী যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা, আহবায় সদস,আওলাদ হোসেন,আমিনুর ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক, নাজমুল হক রানা আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতৃত্ববৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সকল শ্রেণির সাধারণ মানুষ।









