নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মশক নিধনে মাঠে নেমেছেন ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উক্ত ওয়ার্ডে টানা তিন বারের নির্বাচিত মেম্বার মোঃ শিপন সরকার।
আজ শুক্রবার ( ১৭ অক্টোবর ) বিকালে মোগড়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোহাট্টা গ্রামে ফগিং মেশিন নিয়ে মশক নিধনের ঔষধ ছিটিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এসময় মোঃ শিপন সরকার বলেন , মশক নিধন ও পরিচ্ছন্নতা আজ থেকে এই ১ নং ওয়ার্ডের গোহাট্টা গ্রাম থেকে কর্যক্রম শুরু হলো । পর্যায় ক্রমে ওয়ার্ডের প্রতিটি মহল্লা ও গ্রামে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশার কামড় সংক্রান্ত রোগ মুক্ত পেতে আমাদের এই মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে। এই ওয়ার্ডে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশার কামড় সংক্রান্ত রোগে কেউ এ রোগে আক্রান্ত না হন, সেজন্য সবাইকে সতর্কতা অবলম্বন করে নিজ নিজ বাড়িঘর পরিচ্ছন্ন রাখা ও সর্তক থাকার আহবান জানান তিনি। মশক নিধনের এই কার্যক্রম উদ্বোধনকালে এসময় গোহাট্টা গ্রাম সহ ১ নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










